দুধের ১০ টি পুষ্টি উপাদান ও গুনাগুন
পৃথিবীতে যতসব পুষ্টিকর খাবার বিদ্যমান তার মধ্যে অন্যতম হলো দুধ। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় দুধ রাখতেই হবে। কারন দুধ হলো একটি সুপার ফুড। তাই খাবারের তালিকায় অবশ্যই দুধ রাখতে হবে। কারন মানব জীবনের সূচনালগ্নের খাবার হলো দুধ। আর এই খাবার অন্যান্য খাবারের তুলনায় ব্যায়বহুল ও নয় ,যা সচরাচর পাওয়া যায়। আর দুধ খাবারের উপযোগী করতে পরিশ্রম আর সময় দুটোয় কম লাগে। কারন ইহা শুধু একটু করে আমরা খেতে পারি। তাই আমরা রাতে ঘুমানোর আগে অন্তত ১ গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবো।
খাওয়ার নিয়ম
দুধ এমন একটি খাদ্য যা আমরা অনেকভাবে খেতে পারি ,কিন্তু দুধ আমরা কিচু উপায়ে খাবো যার জন্য আমরা পুষ্টি আর ভিটামিন একটু বেশি পরিমানে পাবো। সাধারণত সকালের নাস্তায় আর রাতে ঘুমানোর আগে আমরা দুধ খেয়ে থাকি। দুধের সাথে আমরা কিছু মিক্সড করে খেতে পারি ,তাহলে তাতে আমরা একটু বেশি পুষ্টি পাবো। দুধের সাথে আমরা কাজু বাদাম ,পেস্তা বাদাম ,কাঠ বাদাম ,কিসমিস এবং খেজুর মিক্সড করে খেতে পারি।এভাবে খেতে পারলে আমরা অনেক বেশি পুষ্টি ও ভিটামিন পাবো । তাই আমাদের সকালের নাস্তায় অথবা রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ খাওয়া খুব বেশি প্রয়োজন। কারন আমরা সবাই জানি যে দুধ একটি সুপার ফুড। তাই ইহার গুরুত্ব অপরিসীম।
0 Comments